কুষ্টিয়ায় গ্যাসে দুই নির্মান শ্রমিকের মৃত্যু

0
118

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাঙ্কির ভিতরে নেমে গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামে দুই নির্মান শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন হরিনারায়নপুর ইউনিয়নের পূর্ব আব্দালপুর গ্রামের আমির মন্ডলের ছেলে আবদুল হান্নান (৩২) ও একই গ্রামের পবনের ছেলে শাকিল (২১)।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রতন জানান, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে হরিনারায়ণপুর গ্রামের জনৈক বক্কর কসাইয়ের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের সাটারিং খোলার জন্য প্রথমে রজমিস্ত্রির জোগান শাকিল সেপটিক ট্যাংকের ভিতরের নামেন। বেশ কিছুণ তার কোন সাড়াশব্দ না পেয়ে রাজমিস্ত্রি আবদুল হান্নান তাকে খোঁজার জন্য সেপটিক ট্যাংকের ভিতরে নামেন। অনেকণ তাদের কোন সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা সেপটিক ট্যাংকের মধ্যে নেমে দেখেন দুজনই অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। সংজ্ঞাহীন অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি কিনিকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীা-নিরীা করে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। সেপটি ট্যাংকের ভেতরে সৃষ্ট প্রাকৃতিক গ্যাসে শ্রমিকদের মৃত্যু হতে পারে বলে ধারনা করা হচ্ছে।