কুষ্টিয়া প্রতিনিধি
ঝুড়ি ভাজা চুরির মিথ্যা অপবাদে মুদি দোকানির নির্যাতনে অসুস্থ্য শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতনে আহত শিশুটি হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে।
শুক্রবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের পুরাতন কুষ্টিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত সিয়াম ওই এলাকার আমিরের ছেলে।
জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে সিয়াম তার পাঁচ বছর বয়সী ছোট ভাইকে নিয়ে প্রতিবেশী বাচ্চুর দোকানে আইসক্রিম কিনতে যায়। এ সময় বাচ্চু বাড়ির মধ্যে থাকার কারণে তাকে বেশ কয়েকবার ডাক দেয় সিয়াম। কিছু সময় পর বাচ্চু বাড়ি থেকে বেড়িয়ে এসে সিয়ামের উপর হামলা করে। সিয়াম জ্ঞান হারিয়ে ফেলে। সংজ্ঞাহীন অবস্থায় স্থানীয়রা সিয়ামকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করে নেন। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে কুষ্টিয়া মডেল থানায় এজাহার দায়ের করেছেন।
এদিকে শিশুটিকে মারধর করার পর বাচ্চু স্থানীয়দের জানান, সিয়াম তার দোকান থেকে ঝুড়ি ভাজা চুরি করেছে।
চিকিৎসক জানান, সিয়ামের ডান চোখের অবস্থা আশঙ্কা জনক। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় ফোলা ও জখম হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির জানান, তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।