স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ায় ২৬ টি ডিমসহ দুটি গোখড়া সাপ উদ্ধার করেছে সাপুড়িরা। ঘটনাটি ঘটেছে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের জসিম উদ্দিন মাষ্টারের বাড়িতে।

শনিবার বেলা ১২ টার দিকে জসিম উদ্দিন মাষ্টারের বাড়ির রান্না ঘরের ইট পাড়া মেঝে খুঁড়ে ২টি গোখড়া সাপ এবং ২৬ টি ডিম উদ্ধার করেন স্থানীয় সাপুড়িরা।
জসিম উদ্দিন মাষ্টার বলেন, শুক্রবার রাতে একটি সাপ বাড়ির উঠানে দেখে সাপুড়িদের খবর দেওয়া হয়। খবর পেয়ে শনিবার বেলা ১২ টার দিকে স্থানীয় সাপুড়িয়া আলামিন রান্না ঘরের মেঝের ইট সরিয়ে দুইটি খয়েরী রংয়ের গোখড়া সাপসহ ২৬ টি ডিম উদ্ধার করেন।

সাপুড়িয়া আলামিন বলেন, এক মাসের মধ্যেই উদ্ধারকৃত ডিম থেকে সাপের বাচ্চা ফোঁটার সম্ভাবনা ছিল।
এদিকে ২৬টি ডিমসহ দুইটি গোখড়া সাপ উদ্ধারের ঘটনাটি লোকমুখে ছড়িয়ে পড়লে উৎসুক জনতার বিড় বাড়ে জসিম উদ্দিনের মাষ্টারের বাড়িতে।