কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু

0
114

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার পোড়াদহে ট্রাকের ধাক্কায় শাকিল আহমেদ (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার সকালে পোড়াদহের দাস্তপাড়া এলাকায় আল বারাকাত রাইচ মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল কুমারখালীর বেলঘরিয়া এলাকার শাহ আলমের ছেলে। তিনি একটি শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন।

এলাকাবাসী জানায়, সকালে শাকিল আহমেদ মোটর সাইকেল যোগে পোড়াদহ বাজারে যাচ্ছিলেন। পথে দোস্তপাড়া এলাকার আল বারাকাত রাইস মিলের কাছে এসে পৌছালে চাল বোঝায় একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। তাকে গুরুতর আহত অস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ছাব্বিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।