কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে কোকেন জব্দ

0
42

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) অভিযানে গত দুই দিনে মাদকবিরোধী অভিযানে ১ দশমিক ৬ কেজি কোকেন জব্দ হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল মাহবুব মুর্শেদ রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে সোমবার (১৮ নভেম্বর) সন্ধায় এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি’র পক্ষ থেকে জানানো হয় সোমবার সকালে বিজিবি’র বিশেষ টহলদল মিরপুর রেলওয়ে স্টেশনের রহনপুর থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস মেইল ট্রেনে অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ভারতীয় ১ দশমিক ২২ কেজি কোকেন উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য ৬১ লাখ টাকা। এ বিষয়ে মিরপুর থানায় জিডি করা হয়েছে।

আরও পড়ুন – পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বিবেচনা না রাখার সুপারিশ

এর আগের দিন রবিবার(১৭ নভেম্বর) বিজিবি’র টহলদল পুরাতন ঠোটারপাড়া মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০ দশমিক ৩৮ কেজি কোকেন উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ টাকা। এ বিষয়ে দৌলতপুর থানায় একটি জিডি করা হয়েছে।