কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া শহর থেকে বিপুল পরিমান নকল, মেয়াদত্তীর্ণ এবং অনুমোদনবিহীন হ্যান্ড-স্যানিটাইজার ও স্যাভলন জব্দ করা হয়েছে।
সোমবার কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড় এলাকা থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় এক ওষুধ ফার্মেসির মালিক এবং একজন হ্যান্ড-স্যানিটাইজার পরিবেশককে ২০ হাজার টাকা অর্থদন্ডের শাস্তি প্রদান করেন তিনি।
আরও দেখুন–এন্ড্রু কিশোর না ফেরার দেশে
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ওষুধ আইন ১৯৪০ এর ১৮(ক) ধারা লঙ্ঘন করার অপরাধে একই আইনের ২৭ ধারায় বর্ণিত শাস্তির আওতায় এনে একটি ওষুধ ফার্মেসির মালিক এবং একজন হ্যান্ড-স্যানিটাইজার পরিবেশককে অর্থদন্ডের শাস্তি প্রদান করেছে। অভিযানের এ সময় অভিযুক্ত ওষুধ ফার্মেসি ও পরিবেশকের নিকট থেকে বিপুল পরিমান নকল ও অনুমোদনবিহীন হ্যান্ড-স্যানিটাইজার ও স্যাভলন জব্দ করা হয়।