কুষ্টিয়ায় মোবাইল কোর্টের অভিযানে ১৬ টি মামলায় অর্থদন্ড

0
122
kushtia-dro-25-p-2-compressed
সংগৃহিত ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধী অমান্য করায় মোবাইল কোর্টের অভিযানে ১৬টি মামলায় ৩২ হাজার ১শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

বুধবার কুষ্টিয়ায় মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে সংক্রামক রোগ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় এ অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম. আরিফুল ইসলাম।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার ওএমএস পাচ্ছেন করোনায় ঘরবন্দীরা

তিনি বলেন, প্রাণঘাতী করোনা প্রতিরোধে ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলাব্যাপী প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সরকারি নির্দেশনা অমান্য করায় মঙ্গলবার কুষ্টিয়া সদরের জগতি, চৌড়হাস, লাহিনী বটতলা ও হাউজিং এলাকায় মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ১৬টি মামলায় ৩২ হাজার ১শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় বাংলাদেশ সেনাবাহিনী মোবাইল কোর্টকে সর্বাত্মক সহযোগিতা করে।