কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় শেখ কামাল আধুনিক স্টেডিয়ামের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ৪৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা এ স্টেডিয়ামে একই সঙ্গে ক্রিকেট, ফুটবল ও প্রাকটিস গ্রাউন্ড থাকবে।
বৃহস্পতিবার বিকালে ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ স্মৃতিফলক উম্মোচন করেন।
ক্রীড়া সংগঠক শেখ কামালের নামে হচ্ছে কুষ্টিয়ার আধুনিকমানের এ স্টেডিয়াম। ১৯৬৮ সালে স্থাপিত এ স্টেডিয়ামের পুরাতন জরাজীর্ণ স্থাপনা সব সরিয়ে ফেলা হয়েছে। নির্মাণ কাজের উদ্বোধন করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আধুনিক সব সুযোগ সুবিধা এই স্টেডিয়ামে থাকবে। এখানে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলা আয়োজন করা যাবে। সারাদেশে জেলা পর্যায়ে এমন স্টেডিয়াম করা হচ্ছে বলেও জানান।