কুষ্টিয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

0
52

কুষ্টিয়া প্রতিনিধি

টঙ্গী ইজতেমা মাঠে হামলায় হতাহতের ঘটনায় হামলাকারীদের দ্রæত গ্রেফতার ও সাদ পন্থীদের নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম।

শুক্রবার বাদ আসর বড় বাজার থেকে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে পাঁচ রাস্তার মোড়ে সমাবেশ করে। সমাবেশে হেফাজতে ইসলাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল খালেক, উপদেষ্টা মাওঃ আবু দাউদ, সিনিয়র সহ-সভাপতি মাওঃ শামসুল হক, সহ-সভাপতি মাওঃ আব্দুর রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল লতিফ খান, সাংগঠনিক সম্পাদক মাওঃ আফজল হুসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওঃ আব্দুল হাকিম, অর্থ সম্পাদক হাফেজ আরিফুজ্জামান, সহ-প্রচার সম্পাদক মাওঃ মোমিনুল ইসলাম, মুফতি দেলোয়ার হুসাইন প্রমুখ।

বক্তারা বলেন, সাদপন্থীরা ভারতের এজেন্ট। টঙ্গী ইজতেমার ময়দানে যখন আমাদের তাবলীগের সাথী ভাইয়েরা গভীর রাতে তাহাজ্জুদ পড়ছিলেন, ঠিক তখনই চিহ্নিত সাদপন্থীরা পরিকল্পিতভাবে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে চার জনকে শহীদ করেছে এবং অসংখ্য সাথী ভাইকে আহত করেছেন, আমরা এই হামলাকারী সন্ত্রাসী সাদপন্থীদের সর্বোচ্চ বিচার ও শাস্তি দাবী করছি, সারা বাংলাদেশের সমস্ত মসজিদ থেকে সা’দ পন্থীদের কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করার আহবান জানাচ্ছি।

আরও পড়ুন – রবীন্দ্র কুঠিবাড়ি চত্বরে নবীন-প্রবীণ চিত্র শিল্পীদের মিলন মেলা

বক্তারা আরো বলেন, বিশ্বের ওলামায়ে কেরাম সাদপন্থীদের ভ্রান্ত ও কুফরি আক্বিদা গুলো তুলে ধরেছেন। সাদপন্থীরা সংশোধন না করে প্রমাণ করেছে, তারা বাতিল ও পথভ্রষ্ট। তাদেরকে বাংলার মাটিতে কোন কার্যক্রম করতে দেওয়া হবে না।

আরও পড়ুন – সর্বোচ্চ ২৫ শতাংশ মহার্ঘ ভাতা