কুমারখালী প্রতিনিধি
ব্যাটারী চালিত পাখি ভ্যান হারিয়ে পাগল প্রায় প্রান্তিক কৃষক ও ভ্যান চালক মুন্না (৫৫) ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।
বুধবার সকালে কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিন নগরের পশ্চিমে কালুর মোড়ে তিনি এ ট্রেন দুর্ঘটনার শিকার হন। নিহত মুন্না কয়া ইউনিয়নের মাঠপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান ওই কৃষকের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মুন্না নিজের ব্যাটারিচালিত পাখি ভ্যান নিয়ে আলাউদ্দিন নগরের হাটে পেঁয়াজ বিক্রি করতে আসেন। বেলা ১১টার দিকে নিজের ভ্যানটি না পেয়ে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। পরে রেল লাইন ধরে বাড়ি ফেরার সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ী গামী সার্টল ট্রেনে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই প্রান্তিক কৃষক ও ভ্যান চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।