কোটচাঁদপুরের ১২ ভূমিহীন পরিবারকে উচ্ছেদের চেষ্টা

0
181
JINADHA-DROHO-27-P-1

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে সরকারী খাস খতিয়ান ভুক্ত পশু হাটের জমিতে ঘর তুলে ২৫ বছর ধরে বাস করছেন বৃদ্ধা লিলি বেগম (৫৫) এর পরিবার সহ ১২টি ভূমিহীন পরিবার। কিন্তু এবার তাদের উচ্ছেদের নির্দেশ দিয়েছে ইউনিয়ন ভূমি অফিস। তাদের ছাড়তে হবে মাথা গোজার শেষ আশ্রয়।

উপজেলার সলেমানপুর মৌজায় বন্ধহয়ে যাওয়া পশু হাটের জমিতে দীর্ঘ ২৫ বছর আগে ঘর বাঁধেন লিলি বেগম। স্বামীর মৃত্যুর পর চার সন্তানকে বড় করেছেন। বৃদ্ধবয়সে বাড়ির জমি ছাড়ার আদেশ পেয়ে তিনি খুবই চিন্তায় পরে গেছেন। অনেকটা নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন।

সূত্র জানায়, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর মৌজায় তিন দাগে প্রায় ১ একর ১৫ শতক খাস খতিয়ান ভুক্ত জমি রয়েছে। সরকারের ১ নম্বর খতিয়ান ভুক্ত এই তিন দাগের জমির মধ্যে ২ শতক ৫০ পয়েন্ট আছে বাস্তা, ৮৯ শতক ৩৭ পয়েন্ট গরুর হাট ও ২৩ শতক ৬৩ পয়েন্ট ধানী শ্রেণীভুক্ত জমি রয়েছে। একসময় এই স্থানে পশুর হাট বসতো।

স্থানীয় বাসিন্দা শাহিদা খাতুন জানান, তারা ভূমিহীন পরিবার। থাকার মতো কোনো জায়গা তাদের নেই। এই অবস্থায় সলেমানপুরের এই সরকারি জমিতে বসবাস করছে। কিন্তু স্থানীয় ভূমি অফিসের তরফ থেকে তাদের উঠে যেতে বলা হচ্ছে। তিনি দাবি করেন সরকারী বিধান মতে খাস জমি ভূমিহীদের মধ্যে বরাদ্দ হওয়া কথা কিন্তু এ ক্ষেত্রে প্রভাবশালীদের ইচ্ছা পুরনে তাদের ঘরবাড়ি ভেঙ্গে অন্যত্র যেতে বলা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান রিপন জানান, তারা সরকারি ভাবে এখনও পরিবারগুলোকে উঠে যেতে বলেন নি। তবে ওই স্থানে একটি হাসপাতাল নির্মানের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জেনেছেন। সে ক্ষেত্রে হাসপাতালের প্রয়োজনে বসবাস করীদের সরে যেতে হবে।

তিনি আরো বলেন, মুজিব বর্ষ উপলক্ষ্যে ভূমিহীনদের বাসগৃহ নির্মানে প্রধানমন্ত্রীর উদ্যোগ রয়েছে। খাস জমিতে বসবাসকারীরা প্রকৃত ভূমিহীন হলে তাদের নামও তালিকাভুক্ত করা হবে।