দ্রোহ অনলাইন ডেস্ক
কাশিমপুর-২ কারাগার থেকে কয়েদি পালানোর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় লকআপের পর থেকে খোজাঁখুজি করেও রাত সাড়ে ১২টা অবধি কয়েদি আবু বকর সিদ্দিককে খুঁজে পাওয়া যায়নি।
কারাগারের একজন উধ্বর্তন কমর্কতা কয়েদি পালানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
আবু বকর সিদ্দিক ২০১১ সালে ফাঁসির আসামি হিসেবে রাজশাহী কেন্দ্রয়ী কারাগার থেকে এসেছিলেন কাশিমপুর-২ কারাগারে। ২০১২ সালের ২৭ জুলাই তাঁর সাজা সংশোধন করে তাঁকে যাবজ্জীবন দেওয়া হয়।
কাশিমপুর কারাগারের সূত্রমতে, আবু বকর সিদ্দিকের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চন্ডীপুরে।
কাশিমপুরের কারাগারের একজন কমর্কতা বলেন, কাশিমপুর অনেক বড় কারাগার। কোথাও লুকিয়ে থাকতে পারে। ২০১৫ সালের ১৩ মে সন্ধ্যায়ও তিনি আত্মগোপন করে সেল এলাকায় সেফটি ট্যাংকির ভেতরে লুকিয়ে ছিলেন। অনেক খোঁজাখুজি শেষে পরদিন তাঁকে একটি ট্যাংকির ভেতর থেকে উদ্ধার করা হয়। এবারও এমন ঘটনা ঘটতে পারে বলে তিনি মনে করছেন।