খালেদা জিয়া বাসায় ফিরলেন

0
60

দ্রোহ অনলাইন ডেস্ক

দীর্ঘদিন চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (২১ আগস্ট) রাত ৮টা ২২ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি।

এর আগে সন্ধ্যা ৭টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওয়ানা দেন খালেদা জিয়া।

আরও পড়ুন – কুমারখালী পৌর এলাকার জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে

বিএনপির মিডিয়া সেলের সদস্য শারুল কবির খান এ তথ্য জানান।

গত ৮ জুলাই ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সর্বশেষ ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে।