খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

0
168
বেগম খালেদা জিয়া ছবি সংগ্রহ

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত ১২টার দিকে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সিটি স্ক্যানসহ আরো বেশ কয়েকটি পরীার জন্য হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। এসব পরীা ও পর্যবেণ শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে গৃহকর্মী ফাতেমাও আছেন।

৭৫ বছর বয়সী খালেদা জিয়া করোনার পাশাপাশি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, হাইপারটেনশন, রিউমেটিক আথ্রাইটিসসহ আরো কয়েকটি রোগে ভুগছেন।

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানান, খালেদা জিয়ার করোনা উপসর্গ একেবারে নেই। কিন্তু তার বেশি কিছু পরীার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ১৫ এপ্রিল রাতে এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার সিটি স্ক্যান করা হয়। পরে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, সিটি স্ক্যানে মাইল্ড পর্যায়ের সমস্যা ধরা পড়েছে। এর পরিপ্রেেিত সিটি স্ক্যানের ফাইনাল রিপোর্ট দেখে আগের ব্যবস্থাপত্রের সাথে শুধু নতুন একটি ওষুধ যুক্ত করা হয়।

গত ১০ এপ্রিল করোনা পরীায় খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। যা পরের দিন সংবাদ সম্মেলন করে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

করোনা আক্রান্ত হওয়ার ১৪ দিন পর গত শনিবার দুপুরে নমুনা নেওয়া হয় খালেদা জিয়ার। দ্বিতীয় টেস্টের ওই রিপোর্টেও তার করোনা পজিটিভ আসে।

খালেদা জিয়ার চিকিৎসকরা জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। আগের থেকে ভালো আছেন। কোভিডের ডেঞ্জার পিরিয়ড পার হয়ে গেছে। তিনি আশঙ্কামুক্ত।

গত বছরের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দেওয়া হয়। এরপর আরও দুইদফা তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।