দ্রোহ অনলাইন ডেস্ক
আজ সোমবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন দলের জ্যেষ্ঠ নেতারা।
সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানের ফিরোজায় যাবেন স্থায়ী কমিটির সদস্যরা। স্বাস্থ্যবিধি মেনে শুভেচ্ছা বিনিময় হবে বলে জানিয়েছেন দায়িত্বশীল নেতা।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডঃ খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা শুধু স্থায়ী কমিটির সদস্যরা আজ সোমবার সন্ধ্যা ৭টায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবো।
২৫ মার্চ থেকে শর্ত সাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি পান বিএনপির চেয়ারপারসন। ওইদিন থেকে তিনি গুলশানের বাসায় অবস্থান করছেন। করোনা পরিস্থিতিতে প্রথম কয়েক দিন তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন। করোনা পরিস্থিতি ও জামিনের শর্ত অনুযায়ী তিনি দলের নেতাদেরও দেখা দিচ্ছেন না।