খালেদা জিয়ার হার্টে রিং পরানো হলো

0
139
খালেদা জিয়া - ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এনজিওগ্রামের পর রিপোর্টে তার হার্টের একটি ৯৫ শতাংশ বøক ধরা পড়ায় সেখানে রিং পরানো হয়েছে।

শনিবার দুপুরে জরুরিভিত্তিতে তার এনজিওগ্রাম শুরু হয়। দুপুর ২টা ৫০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ এ তথ্য নিশ্চিত করেন।

আরো পড়ুন – কুষ্টিয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলে সাংবাদিকদের ওরিয়েন্টেশন

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। তার হার্টে বেশ কয়েকটি বøক ধরা পড়ে। তার মধ্যে একটি বøক ছিল ৯৫ শতাংশ। সেটিতে রিং পরানো হয়েছে। তার অবস্থা স্থিতিশীল নয়।