খুলনায় কোরবানির পশু কেনাবেচা হবে মোবাইলঅ্যাপের মাধ্যমে

0
125
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা ভাইরাস সংক্রমণ রোধে এবার খুলনা মহানগরে কোরবানির পশু কেনবেচা হবে অনলাইনে। সে লক্ষ্যে ‘কোরবানি হাট খুলনা’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েচে।

বুধবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ঢাকা থেকে জুম অ্যাপের মাধ্যমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে খুলনা সিটি করপোরেশন ও প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন অ্যাপটি তৈরি করেছে। Qurbani Hat Khulna ছাড়াও qurbanihatkhulna.com ওয়েবসাইটেও পশু ক্রয়-বিক্রয়ের সুবিধা রয়েছে। খামারিরা অ্যাপটিতে ইতোমধ্যে ৩০ হাজারেরও বেশি কোরবানির পশু নিবন্ধিত করেছেন।

আরও দেখুনখোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

প্রধান অতিথি জুনাইদ আহমেদ পলক বলেন, করোনাকালীন এই চলমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখার আর কোনো বিকল্প নেই। সারাবিশ্বে করোনার ফলে একদিকে যেমন অনেক মানুষ কাজ হারাচ্ছে, তেমনি তথ্যপ্রযুক্তি নির্ভর করে নতুন পেশা ও কর্মসংস্থানেরও সৃষ্টি হচ্ছে। দেশের ক্রান্তীলগ্নে খুলনা জেলা প্রশাসনের এই উদ্ভাবনী উদ্যোগটি প্রশংসনীয়। অনলাইনে কোরবানি পশু বিক্রির এ সুযোগ সৃষ্টি হওয়ায় অনেক তরুণ খামারি ন্যায্যমূল্যে তাদের গরু-ছাগল বিক্রি করতে পারবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইউসুপ আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম আউয়াল হক প্রমুখ।

মোবাইল অ্যাপসের মাধ্যমে ক্রেতারা কোরবানীর পশু ক্রয় করতে পারবেন এবং অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গবাদি পশুর মূল্য পরিশোধ করতে পারবেন। ক্রয়কৃত গবাদি পশু ক্রেতার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে।