স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে অনুষ্ঠিত ইফতার এবং আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ৭৮ কুষ্টিয়া কুমারখালী-খোকসার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। উপস্থিত ছিলেন কুষ্টিয়া আইনজীবি সমিতির সভাপতি নূরুল ইসলাম দুলাল, কুষ্টিয়া জেলাপরিষদেও সাবেক সদস্য মুজাহিদুল ইসলাম বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এসএম ইমরান হোসেন, সাধারণ সম্পাদক তারবির আহমেদ রাজা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার।