খোকসা পৌরসভার নির্বাচনের ভোট গ্রহন শুরু

0
217
droho vot1
পৌর সভার ৪ নম্বর কেন্দ্রে নারী ভোটারের লম্বা লাইন

স্টাফ রিপোর্টার

সব শঙ্কা কাটিয়ে খোকসা পৌরসভার ৪র্থ নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে।

সোমবার সকালে উৎসব মুখোর পরিবেশে ভোট গ্রহন শুরু হয়। এটিই জেলায় প্রথম ইভিএম এ ভোট গ্রহন। ঝুকিপূর্ণ হিসাবে চিহ্নিত ৬ টি ভোট কেন্দ্রসহ গোটা পৌর এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তার বলয় তৈরী করেছে র‌্যাব, বিজিবি, পুলিশ ও সরকারের অন্যান নিরাপত্তা বাহিনীর কর্মীরা।

droho vot2
নারী ভোটারদের লম্বা লাইন

সকালে ভোট শুরুর আগেই ব্যপক সংখ্যক নারী ভোটার উপস্থিত হয় ৪ নম্বর ওয়ার্ডের কেন্দ্রে। প্রথম দুই ঘন্টায় কম ভোট পোল হওয়ায় কেন্দ্রের বাইরে নারী ভোটারদের লম্বা লাইন সৃষ্টি হয়েছে। এই কেন্দ্রে বিএনপির মেয়র প্রার্থী পোলিং এজেন্টটের দেখা মেলেনি। তবে ৮ নম্বর ওয়ার্ড কেন্দ্রে ৯৯৫ ভোটের মধ্যে সর্বাধিক ৩৫০ ভোট পোল হয়েছে প্রথম দুই ঘন্টায়।

মেয়র পদে আওয়ামী লীগের নৌকা মার্কা প্রতিকের প্রার্থী রয়েছেন বর্তমান মেয়র তারিকুল ইসলাম এ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির ধানের শীষের প্রার্থী নাফিজ আহমেদ রাজু। এ ছাড়া ৯টি ওয়ার্ডের ৩১ জন কাউন্সিলর ও সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১০ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

খোকসা পৌরসভা প্রায় ১৪ হাজার ৯ শত ৩২ জন ভোটার রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৪৩৭ জন ও মহিলা ভোটার সংখ্যা ৭ হাজার ৪৮৬ জন।

বিএনপির প্রার্থী নাফিজ আহমেদ রাজুর সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি জানান স্বাভাবিক ভোট হচ্ছে। তবে ৪ নম্বর কেন্দ্রে তার পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি বলেও তিনি অভিযোগ করেন।