স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসা পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল কাশেম তরুনকে পুলিশ গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাত ৮টার দিকে খোকসা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিল আবুল কাশেম তরুন খোকসা কালীবাড়ি এলাকায় হাটাহাটি করছিলেন। এ সময় খোকসা থানার একদল পুলিশ তাকে গ্রেফতার করেন। তিনি ৪ নম্বর ওয়ার্ড থেকে একাধিক বার কাউন্সিল নির্বাচিত হন। তিনি কালীবাড়ি এলাকার মৃত ইউসুফ প্রামানিকের ছেলে।
আরও পড়ুন – ক্ষমতায় যেতে পারা নিয়ে তারেক রহমানের শঙ্কা
রাতেই পুলিশের হোয়াটসআ্যাপে আটক সাবেক কাউন্সিলর আবুল কাশেম তরুনের ছবি পোষ্ট করা হয়। সেখানে মামলার ধারা সহ জানানো হয়, সাবেক কাউন্সিলর আওয়ামী লীগের সদস্য। তাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন – দিল্লির বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিলো হিন্দুত্ববাদী সংগঠন