খোকসা হাসপাতালে ভর্তি বিএনপি আহত নেতাকর্মীরা

0
152
আহত চিকিৎসাধিন বিএনপির নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিএনপির আহত তিন নেতাকর্মী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে সোয়া ৭ টার মধ্যে রিপন (৩৫), পিতা সফর আলী, রাইবুল (৪৫) পিতা নওশের আলী, নাজমূল (২৭), পিতা আঃ রাজ্জাক নামের রক্তাক্ত আহত বিএনপির নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি হন। আহতদের মধ্যে নাজমূলের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করে।

প্রতিপক্ষের হামলায় আহত চিকিৎসাধিন নেতাকর্মীদের দেখতে হাসপাতালে ছুটে যান পৌর বিএনপির সাধারন সম্পাদক নাফিজ আহমদ রাজুসহ স্থানীয়ওে জেলা পর্যায়ের নেতাকর্মীরা। তারা আহতদের চিকিৎসার খোজ খবর নেন।

আরা পড়ুন – খোকসায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের উদ্বোধন

আহত রিপন জানান, বিকালে তারা কুষ্টিয়া জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহন করেন। এক পর্যায়ে তারে বিক্ষোভ শুরুর আগেই ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা হামলা করে। এ হামলায় তারাসহ আরো বেশ কিছু নেতাকর্মী আহত হয়। পুর্নঃ হামলার ভয়ে তারা কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি না হয়ে উপজেলা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল সহকারী মনিরুল ইসলাম জানান, আহত তিন জনের মধ্যে নাজমূলের অবস্থা একটু বেশী সিরিয়াস। তাকেও প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।