স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় দৈনিক সময়ের কাগজের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় খোকসা প্রেসক্লাব হলরুমে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সময়ের কাগজের প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বাংলার রূপকথা’র সম্পাদক মন্ডলীর সভাপতি এ্যাড. জয়দেব বিশ্বাস, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রবীন, যুগ্ন সম্পাদক মনিরুল ইসলাম, অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, জিবাংলা টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও খোকসা অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি নোবাজ্জেল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সময়ের কাগজের স্টাফ রিপোর্টার ও অনলাইন প্রেস ক্লাবের সভাপতি পুলক সরকার।