খোকসায় কৃষি মেলার উদ্বোধন

0
122

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ৩ দিনের কৃষি মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল দশটায় বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়া ৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।

কৃষি ও কৃষকের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহীনা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম বাবলু, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের শেখ সাইদুল ইসলাম প্রবীন, আরিফুল আলম তসর প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস।