স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় প্রবাসীর বাড়ির লোহার গেটের তালা ভেঙ্গে ঘরে ঢুকে পুলিশ পরিচয় দিয়ে ডাকাতরা প্রায় ৮ লক্ষাধীক টাকার মালামাল নিয়ে গেছে।
বুধবার দিনগত রাত ২ টার দিকে উপজেলা সদরের পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাঁধপাড়া গ্রামে প্রবাসী বাচ্চু শেখের বাড়ির ঘরের লোহার গেটের তালা ভেঙ্গে ডাকাত দলের ৪ সদস্য গৃহকত্রী মাজেদার ঘরে প্রবেশ করে। এ সময় গৃহকত্রী ঘুম ভেঙ্গে যায়। অস্ত্রধারী ডাকাত দলের সদস্যরা নিজেদের পুলিশ পরিচয় দেয়। এক পর্যায়ে বাড়ির অন্য ঘরে ঘুমিয়ে থাকা প্রবাসীর বৃদ্ধ বাবা, মা ও মেয়েকে ডেকে তুলে এক কক্ষে আটকে রাখে। ডাকাতরা প্রায় ১ ঘন্টা ধরে বাড়ির প্রতিটি ঘরের আলমারীসহ অন্যান স্থান গুলোতে তান্ডব চালায়। তারা (ডাকাত) প্রায় ৭ ভরি সোনার গহনা, নগদ ১ লাখ টাকা, ৫টি মোবাইল ফোন সেট নিয়ে গেছে। অস্ত্রধারী ডাকাতরা যাবার সময় এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ভীতি সৃষ্টি করে।
প্রবাসী বাচ্চু শেখ প্রায় ১৫ বছর ধরে মালদ্বীপে অবস্থান করছেন।
প্রবাসীর স্ত্রী মাজেদা জানান, ডাকাতরা তার বাড়ির পেছনের দেয়াল টপকে বাড়ির ভিতরে প্রবেশ করে। এর পর বারান্দার লোহার গ্রীলের তালা ভেঙ্গে ঘরে ঢোকে। গভীর রাতে ঘরে অপরিচিত লোকের উপস্থিতি টের পেয়ে তার ঘুম ভেঙ্গে যায়। এ সময় অস্ত্রধারীরা নিজেদের পুলিশের লোক পরিচয় দেয়। তাকে দিয়ে সবাইকে ঘুম থেকে ডেকে তোলায়। তাদের সবাইকে এক ঘরে আটকানোর পর তিনি বুঝতে পারেন অত্রধারীরা পুলিশ নয়। এ সময় করিডোরে গিয়ে তিনি চিৎকার করতে থাকেন। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় এক রাইন্ড গুলি করে। তিনি রাতেই থানায় গিয়েছিলেন। পুলিশ এসেছিল কিন্তু পুলিশ তো কাউকে আটক করতে পারেনি।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান ঘটনাটিকে ডাকাতি বলতে রাজীনন। তিনি বলছেন, অস্ত্রধারীরা ৪ জন ছিল। পাঁচের অধিক হলে ডাকাতি বলা যেতো। ঘটনাটিকে তিনি দস্যুতা বলে দাবি করেন। ভুক্তভোগীরা এখনো অভিযোগ করেনি। তবে প্রযুক্ত ব্যবহার করে অপরাধীদের সনাক্তের চেষ্টা চলছে।