খোকসার আব্দুর রাজ্জাক খুলনা রেঞ্জের শ্রেষ্ট গ্রামপুলিশ

0
169
খুলনা রেঞ্জ ডিআইজি মঈনূল হক পিপিএম (বার) পিপিএম ওই গ্রামপুলিশ আব্দুর রাজ্জাকের হাতে সম্মাননা ক্রেস্ট ও সন্ধানী ভাতা তুলে দেন।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার আব্দুর রাজ্জাক খুলনা রেঞ্জের শ্রেষ্ট গ্রাম পুৃলিশ নির্বাচিত হয়েছেন।

শনিবার সকালে খুলনা রেঞ্জ ডিআইজি মঈনূল হক পিপিএম (বার) পিপিএম ওই গ্রামপুলিশ আব্দুর রাজ্জাকের হাতে সম্মাননা ক্রেস্ট ও সন্ধানী ভাতা তুলে দেন।

আইন শৃক্সক্ষলা রক্ষায় প্রসংসনীয় কাজের স্বীকৃতিস্বরুপ খুলনা রেঞ্জ পুলিশ এর উদ্যোগে গ্রামপুলিশ আব্দুর রাজ্জাককে বিশেষ সম্মাননায় প্রদান করা হয়।

আব্দুর রাজ্জাক ২০০৩ সাল থেকে ওসমানপুর ইউনিয়নে কর্মরত আছেন। তিন উপজেলার ওসমানপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোহাম্মদ জাবেদ আলীর ছেলে।

গ্রামপুলিশ আব্দুর রাজ্জাক এ পুরস্কারকে তার জীবনের শ্রেষ্ট অনর্জন বলে মনে করেন। এ পুরস্কার তার কাজের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, বিভিন্ন গোপনীয় ও স্পর্শকাতর ঘটনা উদঘাটনে গ্রাম পুলিশ আব্দুর রাজ্জাক তার কর্মদতা দেখিয়ছেন। সরকারী কাজে অবদান রাখায় রাজ্জাককে খুলনা রেঞ্জ পুলিশ স্বীকৃতি দেওয়ায় গ্রাম পর্যায়ে কাজ করা গ্রামপুলিশরা অনুপ্রানিত হবেন।