স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসা উপজেলার পদ্মা নদীর আমবাড়িয়া কোলে জেলেদের জালে ২৮ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে পদ্মা নদীর আমবাড়িয়া কোলে জেলে মিজানুর রহমানের জালে মাছটি ধরা পরে। জেলের কাছ থেকে ব্যবসায়ী সিরাজুল ইসলাম ২৫ হাজার ২শ টাকায় মাছটি কিনে নেয়।
জেলে মিজানুর রহমান জানান, গত কয়েকদিন আগে পদ্মা নদীর কোলের একই জায়গা থেকে তিনি পাঁচটি বাঘাইড় মাছ ধরেণ। যার সব গুলোর ওজন ছিল ৭৬ কেজি। সব মিলিয়ে গত পাঁচ দিনে তিনি প্রায় দুই লাখ টাকার বাঘাইড় মাছ ধরেছেন। বৃহস্পতিবার সকালে তার জালে ধরা পড়া ২৮ কেজি ওজনের বাঘাইড় মাছটি ৯শ টাকা কেজিদরে ২৫ হাজার ২শ টাকায় বিক্রি করেন। বিশাল আকৃতির বাঘাইড় মাছটি দেখার জন্য কৌতুহলী মানুষের ভিড় জমায়।
মিজানুর জানান, চলতি মৌসুমে পদ্মা নদীতে ইলিশের তেমন দেখা মেলেনি। তবে বাঘাইড় মাছ ভালো পেয়েছেন। তিনি জানান, ইলিশের চেয়ে বাঘাইড় মাছের দামও ভালো পেয়েছেন।