খোকসার পৌর মেয়র পদে আওয়ামী লীগের মনোনায় প্রত্যাশী দুই প্রার্থী

0
195
Purosahava Khoksa- pic 23 -P3
তারিকুল ইসলাম তারিক, আল মাছুম মোর্শেদ শান্ত, নাফিজ আহম্মেদ রাজু খান

স্টাফ রিপোর্টার

তফশিল ঘোষনার আগে থেকে খোকসা পৌরসভার মেয়র পদে মনোনায় প্রত্যাশী আওয়ামী লীগের দুই নেতা মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন। দলীয় প্রতিপক্ষ না থাকায় ফুর ফুরে মেজাজে বিএনপির মাত্র প্রার্থী প্রচার প্রচারনায় রয়েছে।

আগামী ২৮ ডিসেম্বর খোকসা পৌরসভার ৪ র্থ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সর্বশেষ হালনাগাদকৃত ভোটার সংখ্যা ১৪ হাজার ৯২৩ জন। পৌর সভার আসন্ন নির্বাচনে ক্ষমতসীন আওয়ামী লীগের একাধিক মেয়র প্রার্থীসহ প্রায় হাফ ডজন প্রার্থীর প্রচার শুরু করেন। কিন্তু রবিবার নির্বাচনের তফশীল ঘোষনার পর প্রার্থীর সংখ্যা কমে তিন জনে এসে দাঁড়িয়েছে।

আওয়ামী লীগের দলীয় প্রতীকে মেয়র পদে প্রতিদন্দ্বিতা করার প্রত্যয় নিয়ে জোরে সোরে প্রচারণা চালাচ্ছে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক। একই পদে মনোনয় দৌড়ে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের একই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত। তাদের দু’জনেরই ভোট যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। তাদের সাথে জেলা ও উপজেলা আওয়ামী লীগের দ্বীধাবিভক্ত নেতা রয়েছেন।

দলীয় প্রতিপক্ষ প্রার্থী না থাকায় অনেকটা স্বস্তিতেই রয়েছেন পৌর বিএপির সাধারণ সম্পাদক নাফিজ আহম্মেদ রাজু খান।