স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার জেলা প্রশাসক খোকসার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময় করেন।
সোমবার সকালে জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম খোকসা এসে পৌঁছালে উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার তাকে ফুলের শুভেচ্ছা জানান।
সময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিা অফিসার নাজমুল হক, খোকসা প্রেসকাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান, সুধী ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় কালে জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়ন ও ৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার ল্েয যে পদপে নিয়েছে তা বাস্তবায়ন করতে হবে। আর এ জন্য সবাইকে যার যার অবস্থানে থেকে দায়িত্বের সাথে কাজ করতে হবে।
জেলা প্রশাসক আরো বলেন, বর্তমান মাদক আমাদের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সমাজকে মাদক মুক্ত করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
তিনি শোমসপুর ইউনিয়ন পরিষদ, শোমসপুর ভূমি অফিস ও খোকসা পৌরসভা পরিদর্শন করেন।