খোকসার ভ্যান চালককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা

0
176

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী বাসস্ট্যান্ডের মোটর সাইকেলে সাধে ধাক্কা লাগা কেন্দ্র করে ছুরিকাঘাতে রিয়াজুল (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।

জানা গেছে, বুধবার সকাল ১১ টার দিকে কুমারখালী বাসস্ট্যান্ডে ভিশন শোরুমের সামনে দাঁড়িয়ে থাকা রিয়াজুলের পাখি ভ্যানের সাথে জুয়েল নামের এক বাইকারের মোটর বাইকেল ধাক্কা খায়। এ নিয়ে দুই জনের মধ্যে কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে ঘটনাস্থলে ভ্যানচালক মাটিতে লুটিয়ে পরে। আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ভ্যান চালক রিয়াজুল খোকসা উপজেলার সাতপাখিয়া গ্রামের জাহিদুলের ছেলে বলে জানায় স্থানীয় সাংবাদিকরা।

ভ্যানচালকের উপর হামলা কারী ঘাতক জুয়েল (৩৫) কে ঘটনা স্থল থেকে জনতা আটক করে পুলিশে সপর্দ করেছে। আটক জুয়েল কুমারখারী উপজেলা সদরের এলঙ্গী গ্রামের রতন শেখের ছেলে।

কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তালুকদার আব্দুল খালেক ভ্যান চালক হত্যার ঘটনা ও ঘাতক জুলকে আটকের বিষয় নিশ্চিত করেন। মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।