স্টাফ রিপোর্টার
বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাবিবুর রহমান হবি (৭২) আর নেই (ইন্না……রাজউন)। তিনি দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে খোকসার সাংস্কৃতিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি হলো।
বৃহস্পতিবার বিকাল ৫টা ১০ মিনিটে ঢাকার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করনে। শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
আরও পড়ুন – পেঁয়াজের মূল্য বৃদ্ধির দাবিতে চাষীদের বিক্ষোভ
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবি খোকসা থানা পাড়ার মজিবুর রহমান বিশ্বাসের জ্যেষ্ঠ পুত্র ছিলেন। তিনি এক স্ত্রী, একপুত্র, তিন কন্যা ও ভাই ভগ্নিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলা সাংস্কৃতিক সংস্থা উসাসের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি খোকসা ডিগ্রী কলেজ থেকে অবসর গ্রহণ করলেও জীবনের শেষ সময় পর্যন্ত প্রতিষ্ঠানটির দাপ্তরিক কাজ করে গেছেন।
আরও পড়ুন – গড়াই নদীতে অবৈধ ড্রেজার লাগিয়ে বালু তুলে জলাশয় ভরাট
সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাবিবুর রহমান হবির মৃত্যুতে সাপ্তাহিক দ্রোহ পরিবার, খোকসা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রয়াত হাবিবুর রহমান হবির বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।