স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সাম্প্রদায়িক হামলা, ভাংচুর, লুটপাট ও জঙ্গীবাদের বিরুদ্ধে শান্তির শোভাযাত্রা এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বর থেকে শান্তি শোভাযাত্রা বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে খোকসা বাস স্ট্যান্ডে এসে শেষ করা হয়। এখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আরিফ আব্দুর রহিম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান।
অনুষ্ঠানে বিক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম প্রমুখ।