খোকসায় আওয়ামী লীগের একাংশের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

0
104

তিনি মানুষ না হয়ে, জানোয়ার হয়েছেন – সদর উদ্দিন খান

স্টাফ রিপোর্টার

গোলাম কিবরিয়ার হত্যাকারীর এক কু-পুত্রকে আমরা মানুষ বানিয়ে ছিলাম। কিন্তু তিনি মানুষ না হয়ে, জানোয়ার হয়েছেন বলে মন্তব্য করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান।

মঙ্গলবার বিকালে খোকসার ধোকড়াকোল কলেজ মাঠে অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই নেতাকে উদ্দেশ করে সদর উদ্দিন খান আরো বলেন, এখন সে যেখানে সেখানে ঢুস মারছেন। ঢুস মারতে মারতে এখন আর মাথা টাতা ঠিক নাই। এ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী।

আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার উদ্বৃতি দিয়ে সদর উদ্দিন খান বলেন, আগামী নির্বাচনে কোষ্টি পাথরে যাচাই করে মনোনয়ন দেওয়া হবে। ভ্যানিটি ব্যাগের তালিকায় আর মনোনয়ন হবে না। যারা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুশিয়ারী দেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান বিএনপিকে উদ্দেশ করে বলেন, মুসলিম লীগ যেমন এ দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, আপনারা (জামাত-বিএনপি) এ দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবেন। আপনারা বিদেশী প্রভূদের কাঁধে ভর করে মতায় আসার স্বপ্ন দেখছেন। আপনাদের এ স্বপ্ন কখনো পূরণ হবে না।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক স্বপন কুমার ঘোষ, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, খোকসা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটু, এ্যাডঃ আহসানুল হক হাসু, গোলাম মোস্তফা, জাকারিয়া খান জেমস, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, ইউপি চেয়ারম্যান রাশেদুজ্জামান, ইউপি চেয়ারম্যান বদর উদ্দিন খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খান প্রমুখ।

জয়ন্তী হাজরা ও আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের পক্ষ থেকে ধোকড়াকোল কলেজ মাঠে এ শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জয়ন্তী হাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক।

উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান সমর্থিত অংশ কেন্দ্র ঘোষিত শান্তি ও উন্নয়ন সমাবেশের কর্মসূচি শুরু করেন। পরে দ্বিধা বিভক্ত আওয়ামী লীগের এমপি সেলিম আলতাফ জজের সমর্থকরা পাল্টা কর্মসূচি ঘোষনা করেন। এ ঘটনায় আওয়ামী লীরেগর দুই অংশের নেতাকর্মীদের মধ্যে উত্তেজন ছড়িয়ে পরেছে।