খোকসায় আওয়ামী লীগের পৃথক সমাবেশ

0
103

জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে

স্টাফ রিপোর্টার

সারাদেশে জামায়াত-বিএনপির নৈরাজ্য, হত্যা ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে খোকসায় আওয়ামী লীগ পৃথক বিক্ষোভ সমাবেশ করেছে।

রবিবার বিকালে খোকসা রেল স্টেশন ও খোকসা পৌরসভা চত্বরে উপজেলা আওয়ামী লীগ পৃথক দু’টি প্রতিবাদ সভা করেছে।

খোকসা রেল ষ্টেশন এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া- ৪ খোকসা-কুমারখালী আসনের সংসদ সদস্য ব্যরিষ্টার সেলিম আলতাফ জর্জ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বাবুল আকতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শোমসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ মন্ডল।

প্রতিবাদ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা। এ ছাড়া বক্তব্য রাখেন এ্যাডঃ আকরাম হোসেন দুলাল, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, কুমারখালী উপজেলা যুবলীগ সভাপতি হারুন অর রশিদ, তাঁতী লীগের কেন্দ্র কমিটির সহ সভাপতি নিজামুল হক চুন্নু, শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন খান তারেক প্রমুখ।

একই সময়ে খোকসা পৌরসভা চত্বর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পৃথক বিক্ষোভ ও সমাবেশ করা হয়েছে।

বিকালে পৌরসভা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। খোকসা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পৌর সভায় এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সালাউদ্দিন মাহামুদ বাটু বিশ্বাস। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তারিকুল ইসলাম তারিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভপতি শিমুল খান প্রমুখ।