ষ্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) ইসহাক আলী। পরে মুক্তিযোদ্ধা সংসদ, খোকসা পৌরসভা, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল সাড়ে ৮ টায় খোকসা সরকারি কলেজ অডিটরিয়ামে ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে চিত্রাঙ্কন ও শুদ্ধ বানান লেখার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে এই অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইসহাক আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা অংশ গ্রহণ করেন থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, খোকসা সরকারি কলেজ অধ্য আনিস-উজ-জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পলাশ চন্দ্র রায়, উপজেলা মৎস্য কর্মকর্তার রাসেল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা আক্তার, খোকসা প্রেসকাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
চিত্রাঙ্কন প্রতিযোীগতা ও শুদ্ধ বানান প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) ইসহাক আলী।