স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় র্যাব-১২ একটি দল অভিযান চালিয়ে ১৬০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবকে আটক করেছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের র্যাব-১২, সিপিসি-১ এর সদস্যরা কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসার শহীদ বরকত ফিলিং ষ্টেশনের সামনে থেকে আকাশ (২২) কে আটক করে। তার শরীর তল্লাশী চালিয়ে ১৬০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাবের অভিযানে আটক আকাশ থানা পাড়া গ্রামের আজাদ সরদারের ছেলে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার নিশ্চিত করেন এ ব্যাপারে খোকসা থানায় একটি মাদক মামলা হয়েছে।