খোকসায় পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
173

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় দূর্গাপূজা উদযাপন কমিটির প্রধানদের সাথে পুলিশ মতবিনিময় সভা করেছে।

মঙ্গলবার থানা কম্পাউন্ডারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুল ইসলাম।

আলোচনায় অংশ নেন ওসি (তদন্ত) মামুনুর রশিদ, কালিবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুধাংশ কুমার বিশ্বাস মধাব প্রমুখ। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ আশিকুর রহমান।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুধাংশু বিশ্বাস মধাব মতবিনিয় সভাশেষে দ্রোহ প্রতিবেদকের সাথে ফোন আলাপে জানান, পুলিশ আয়োজিত মতবিনিম সভা যথেষ্ট প্রানবন্ত হয়েছে। সব মন্দিরে নিজস্ব ব্যবস্থাপনায় সিসি ক্যামেরা স্থাপন ও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখার বিষয়ে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, বিগত বছর উপজেলায় ৫৯টি মন্দিরে সার্বজনীন দূর্গা পুজা অনুষ্ঠিত হয়েছিল। তবে এবছ পূজা মন্দির ও পূজার সংখ্যা বৃদ্ধি পেয়ে ৬৩ টিতে দাড়িয়েছে।