খোকসায় উৎসুক গ্রামবাসীর উপর হামলা, বৃদ্ধ মহিলাসহ আহত ৬

0
142

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে উৎসুক গ্রামবাসীদের উপর হামলায় একই পরিবারের দুই মহিলাসহ ৬ জন গুরুতর আহত হয়েছে।

জানা গেছে, সোমবার দুপুরে উপজেলা শিমুলিয়া ইউনিয়নের সিংঘড়িয়া গ্রামের ছাত্তার মন্ডলের বাড়িতে নারী ঘটিত বিষয় নিয়ে হঠাৎ চিৎকার শুরু হয়। এ সময় উৎকসুক গ্রামবাসী ওই বাড়িতে যায়। একপর্যায়ে ছাত্তার মন্ডল ও তার লোকজন অতকিতে গ্রামবাসীর উপর হামলা চালায়।

এ হামলায় বৃদ্ধ জবেদা (৬৫), ইদ্রিস আলী, মনোয়ার আলী, মহম্মদ আলী, আমজাদ আলী ও তার স্ত্রী নাসিমা (৩৫) গুরুতর আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে ইদ্রিস আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহতরা সবাই একই পরিবারের সদস্য।

আহত আমজাদ আলী জানান, প্রতিবেশীর এক মেয়ে প্রেমের টানে ঘর ছেড়েছিল। সোমবার দুপুরে মেয়েটিকে তারা ফিরে পান। এর পরে মেয়েটিকে মারপিট শুরু করে। মেয়েটির আত্মচিৎকার শুনে গ্রামবাসীদের সাথে তারাও ওই প্রতিবেশীর বাড়িতে যায়। এ সময় ওই পরিবারের লোকজন তাদের উপর হামলা করা হয়। এ বিষয়ে তারা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

উৎসুক গ্রামবাসীদের উপর হামলার ঘটনা জানতে হামলাকারী ছাত্তার মন্ডলের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। তাকে পাওয়া যায় নি।