খোকসায় এক শিশু ছাত্রী নিখোজ

0
168
TANHA---droho-28-p4
শিশু তানহা

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় তৃতীয় শ্রেণির এক শিশু ছাত্রী রহস্য জনক ভাবে নিখোজ হয়েছে। শিশুটির বাড়ির সাথের গড়াই নদীতে তার অনুসন্ধান করা হচ্ছে।

পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার সকালে কমলাপুর রুমী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী তানহা (১০) ময়ের সাথে ঘরে কাজ করছিল। শিশুটিকে তার বই খাতার মধ্যে পাওয়া আরবি লেখা কয়েকটি নষ্ট পৃষ্ঠা বাড়ির সাথের গড়াই নদীতে ফেলেতে পাঠন মা শাপলা খাতুন। সেই ছেড়া কাগজ ফেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড় হয় ওই ছাত্রী। দুপুর পর্যন্ত শিশুটি ফিরে না আসায় খোজা-খুজি শুরু করা হয়। অবশেষে গ্রামের মসজিদের মাইকে শিশু তানহা নিখোজের খবরটি প্রচার করা হয়।

এক পর্যায়ে সবার দৃষ্টি যায় গড়াই নদী দিকে। স্থানীয় ভাবে নদীতে জাল ফেলে নিখোজ শিশুর সন্ধান করা হয়। সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসের খোকসা ইউনিটে খবর দেওয়া হয়। তারা ঘটনা স্থলে গিয়ে জানায় খুলনা থেকে ডুবুরিদল আসার পর অভিযান শুরু করা হবে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবুরি দল এসে পৌছায়নি।

কমলাপুর মিয়াপাড়া গ্রামের নিখোজ শিশু তানহার বাবার নাম হাসিবুর রহমান হিরন। তিনি খোকসা বাজারের ব্যবসায়ী এবং দুই সন্তানের জনক।

খোকসা ফায়ার ষ্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোশারফ হোসেন জানান, নদীতে শিশু নিখোজের খবর পেয়ে তার ঘটানা স্থলে গিয়েছিলেন। খুলনা থেকে ডুবুরিদল রওনা হয়েছে রাতে অভিযান চালানোর প্রস্তুতিও নেওয়া হয়েছে।