খোকসায় করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশের উদ্যোগে

0
161
পথচারীদের ডেকে মাক্স বিতরণ করা হয়।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পুলিশ প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে আলোচনা সভা, মাক্স বিতরণ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ইসাহক আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্ত, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মনজেল আলী প্রমুখ।

পথচারীদের ডেকে মাক্স বিতরণ করা হয়।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

পরে মাক্স ব্যবহারে উদ্বুদ্ধ করতে র‌্যালী বের করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ থেকে শুরু করে বাস স্ট্যন্ডে গিয়ে র‌্যালীটি শেষ হয়। এ সময় রাস্তা দুই পাশের পথচারীদের মধ্যে মাক্স বিতরণ করা হয়।