স্টাফ রিপোর্টার
করোনায় মৃত এক কলেজের প্রদর্শকের সৎকারের দায়িত্ব এড়িয়ে গেলো হিন্দু সমাজ। অবশেষে সৎকার করলো মুসলমান ছাত্র ও তরুনরা।
প্র্রয়াত ওই প্রদর্শকের নাম নির্মল কুমার নন্দী (পটল নন্দী)। বয়স ৭৫। তিনি কুষ্টিয়ার খোকসা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের দীনেশ কুমার নন্দীর ছেলে। তিনি খোকসার সরকারী ডিগ্রী কলেজের বিজ্ঞান শাখার প্রদর্শ ছিলে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় তিন সপ্তাহ আগে সাবেক প্রদর্শক নির্মল নন্দী করোনা আক্রান্ত হন। প্রথমে তাকে কুষ্টিয়ার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিনগত রাত পৌনে ১টায় তিনি মৃত্যু বরণ করেন। রবিবার সকালে তার মৃতদেহ জানিপুরে নিজ বাড়িতে আনা হয়। কিন্তু করোনার ভয়ে হিন্দু সমাজের লোকেরা মৃত ব্যক্তির সৎকার করতে না আসায় ঘটে বিপত্তি। অবশেষে কয়েক ঘন্টা পর প্রয়াত প্রদর্শকের বাড়িতে কবর তৈরী করে তাকে সমাহিত করা হয়।
প্রয়াত নির্মল নন্দী এক স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্যা শুভানুধ্যায়ী রেখে গেছেন।
নাফিজ আহমেদ খান রাজুর নেতৃত্বে কেন্দ্রিয় ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান মস্তাক, সুমন, জনি, প্রদীপ, নজমুল, পলাশ, জিয়া, মুন্না, এরশাদসহ অন্যান মুসলিম যুবকেরা প্রয়াত নির্মল নন্দির সৎকারে অংশ নেয়।
স্থানীয় সমাজপতি নির্মল চক্রবর্তী অনুর সাথে কথা বলা হলে তিনি জানান, প্রয়াত ব্যক্তির বাড়িতে তিনি যাবেন এবং সৎকারের ব্যবস্থা করবেন।