খোকসায় কুকুরের কামড়ে আহত তিন

0
227
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় এক সকালে শিশু সহ ৩ জন কুকুরের কামড়ে আহত হয়েছেন।

আহতদের মধ্যে কমলাপুরের ৪ বছর বয়সী মাছুম মন্ডল। সে মাছুদ মন্ডলের ছেলে। নারায়ন পুরের অন্তী মন্ডল (১০)। সে অনিল মন্ডলের মেয়ে। এ ছাড়া ধোকরাকোল গ্রামের মৃত কুরবান আলীর ছেলে মসলেম উদ্দিন (৪৫) রয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে কুকুড়ে কামড়ে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

জরুরী বিভাগের দায়িত্বরত উপসহকারী মেডিকেল অফিসার মনিরুল ইসলাম জানান, আহতরা সবাই ভালো আছেন। সম্প্রতি কুকুরে কামড়ানো রোগীর সংখ্যা বেড়ে গেছে।