স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় বন্ধুদের সাথে খেলার সময় গাছ থেকে পরে এক শিশু আহত হয়েছে।
আহত শিশুর নাম নিশান (১০)। সে ওসমানপুর গ্রামের আঃ সালামের ছেলে। সে ওসমানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।
জানা গেছে, রবিবার সকালে শিশু নিশান ও তার বন্ধুরা মিলে পাতা লুকানো খেলা খেলছিল। এ সময় আমগাছ থেকে পাতা সংগ্রহ করতে গিয়ে সে গাছ থেকে পরে যায়। স্থানীয়রা তাকে সজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। চিকিৎসার এক পর্যায়ে শিশুটির জ্ঞান ফিরে আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের উপ-সহকারী মেডিকেল অফিসার জানান, শিশুটি অগের থেকে সুস্থ্য আছে। তবে হাসপাতালেই ভর্তি থাকবে।