খোকসায় গাছ থেকে পরে স্কুল ছাত্রী আহত

0
166

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে আতা ফলের গাছের ডাল ভেঙ্গে পরে চতুর্থ শ্রেণির এক ছাত্রী গুরুতর আহত হয়েছে।

আহত ছাত্রীর মা সাবিনা জানা গেছে, বৃহস্পতিবার সাকালে চতুর্থ শ্রেণির ছাত্রী তানজিলা (১২) আতাফল পাড়ার জন্য নিজের বাড়ির গাছে ওঠে। এক পর্যায়ে আতা গাছের ডাল ভেঙ্গে নিচে পরে গুরুতর আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেছেন।

আহত স্কুল ছাত্রী তানজিলা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের পূর্ব গোপাল পুর গ্রামের মহব্বত আলীর মেয়ে। ফুলবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেরে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাকিবুল ইসলাম জানান, আঘাতে শিশুটির একটি দাঁত ভেঙ্গে পরে গেছে। দু’টির অবস্থা ভলো না। এ ছাড়া মুখের হাড়ে আঘাত লাগতে পারে তাই উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার্ড করা হয়েছে।