খোকসায় চাকুরি জাতীয় করণের দাবিতে শিক্ষকদের বিক্ষোভ

0
138

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় চাকুরী জাতীয় করণসহ ১০ দফা আদায়ে মাধ্যমিক শিক্ষক কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও স্মারক লিপি প্রদান করেছেন।

সোমবার দুপুরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা কর্মসূচি পালন করেন। সকালে খোকসা বাস স্ট্যান্ড থেকে তারা বিক্ষোভ মিছিল শুরু করেন। উপজেলা পরিষদ ক্যাম্পাসে এসে তারা সমাবেশ করেন। পরে শিক্ষক কর্মচারীদের দাবি সম্বলীত স্মারক লিপি প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) বিধান হালদার শিক্ষকদের স্মারকলিপিটি গ্রহন করেন।

শিক্ষক কর্মচারীদের সমাবেশে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মারুফ হোসেন, শিক্ষক আয়ুব হোসেন, শিক্ষক সাইদুল ইসলাম, শিক্ষক মাফুজা সুলতারা শান্তি, শিক্ষক ওমর আলী প্রমুখ। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান।

দাবি পুরণ না হলে শিক্ষক কর্মচারীরা বৃহত্তর কর্মসূচির হুশিয়ারী দিয়েছেন।