খোকসায় চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ এর চাউল আত্মাতের অভিযোগ

0
138

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে দুস্থ্যদের জন্য ঈদ উপলক্ষে বিশেষ বরাদ্দের ভিজিএফ এর চাউল আত্মাতের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, আসন্ন কোরবানীর ঈদ উপলেক্ষে শিমুলিয়া ইউনিয়নে ৫৪৫টি দুস্থ্য পরিবারের জন্য প্রায় ৫৪৫০ কেজি চাউল বরাদ্দ দেওয়া হয়। সোমবার সকাল পরিষদে এ চাউল বিতরণ শুরু করা হয়। এর আগে দুস্তদের মধ্যে চেয়ারম্যান আব্দুল কুদ্দুস স্বাক্ষরিত স্লিপ গ্রাম পুলিশের মাধ্যমে পৗচ্ছে দেওয়া হয়। বেলা ১১ টার পর প্রায় শতাধিক ¯িøপধারী বাঁকী থাকতেই চাউল বিতরণ বন্ধ করে দেওয়া হয়।

দীর্ঘক্ষণ অপেক্ষার পর ভুক্তভোগী স্লিপধারীরা অভিযোগ নিয়ে উপজেলা নির্বাহীর কর্মকর্তার দপ্তরে হাজির হন। এক পর্যায়ে তিনি ওই স্লিপধারীদের চাউল দেওয়ার জন্য চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

বৃদ্ধা আকলিমা খাতুন জানান, সোমবার সকালে পরিষদের চৌকিদার হাছেন আলী তার বাড়িতে গিয়ে চাউলের স্লিপ দিয়ে আসেন। পরিষদে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। অবশেষে চাউল না পেয়ে উপজেলায় আসেন। তিনি ৪ নং ওয়ার্ডের আলতাফ হোসেনের স্ত্রী।

২ নম্বর ওয়ার্ডের পলান শেখের ছেলে বয়বৃদ্ধা আকো শেখের বাড়িতে চাউলের ¯িøপ দিয়ে এসেছিল গ্রাম পুলিশ শ্যামল সরদার। স্লিপ নিয়ে তিনিও দীর্ঘক্ষন লাইনে অপেক্ষা করেছেন। কিন্তু তার ভাগ্যে চাউল মেলেনি।

শিমুলিয়া ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান জানেন না কতটি পরিবারের মধ্যে ঈদের বিশেষ বরাদ্দের চাউল বিতরণ করা হবে। তার জানা নেই, এ চাউল ভিজিডি না ভিজিএফ এর। তবে চাউল বিতরণের প্রথম দিকে কিছু সময় তিনি ছিলেন বলে দাবি করেন।

২ নম্বর ওয়ার্ডের মেম্বর সিরাজুল ইসলাম বলেন, তিনি ২৫ জনকে ¯িøপ দিয়েছিলেন। তারা সবাই চাউল পেয়েছেন। তার ওয়ার্ডের কোন স্লিপধারী বাদ আছে কি না তা তার জানা নেই।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, দেশের মানুষ খুব অভাবে আছে। যে সব স্লিপধারী ১১ টার মধ্যে এসেছিল তারা চাউল পেয়েছে। এর পর সব চাউল গরিব লোকের মধ্যে বিতরণ করে দেওয়া হয়েছে। যারা পরে এসেছে তারা চাউল পাবে না। তা বিরুদ্ধের অভিযোগ বানোয়াট বলেও তিনি দাবি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস বলেন, যাদের স্লিপ আছে তারা সবাই চাউল পাবেন। চেয়ারম্যানকে চাউল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সে কোথায় পাবে দেখার না। এ ছাড়া এ বিষয়ে একটা তদন্ত কমিটি করা হবে।