খোকসায় চোরায় মোবাইলফোন বেচতে এসে আটক ২

0
215
মোবাইল চুরির ঘটনায় আটক দু’জন

স্টাফ রিপোর্টার

চোরায় মোবাইল ফোন বিক্রি করতে এসে ফোনের মালিকের হাতে ধরা পরেছে ২ যুবক।

জানা গেছে, বুধবার বিকালে উপজেলার আমলাবাড়িয়া বাজারে এক মোদি দোকানীর কাছে যুবক আব্দুল আওয়াল ও জিকলু একটি মোবাইলফোন বিক্রি করতে যায়। এ সময় মোবাইল ফোনের মালিক আনোয়ার ঘটনা স্থলে পৌঁছে যুবকদের হাতে নাতে ধরে ফেলে। আরও পড়ুন রাস্তা গেলো নদীর জলে ! 

এক পর্যায়ে থানা পুলিশ যুবকদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আনোয়ার বাদি হয়ে খোকসা থানায় মামলা দায়ের করেন।

আটক আওয়ালের পিতা মিজানুর রহমান ও জিকলুর পিতা নাজিম উদ্দিন। তাদের বাড়ি আমলাবাড়িয়া গ্রামে।