স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় জাবাল-ই-নূর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে মালিগ্রামে জাবাল -ই- নূর মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব হলরুমে চলতি শিক্ষা বর্ষের শ্রেণি কার্যক্রমের উদ্বোধন করা হয়। জাবাল -ই- নূর ডেভেলপমেন্ট সোসাইটি চেয়ারম্যান মো: বরকত উল্লাহ বিদ্যালটির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আরও পড়ুন – খোকসা থানা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জাবাল-ই-নূর ডেভেলপমেন্ট সোসাইটির সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক, খোকসা সরকারি কলেজের প্রভাষক নাহিদুল ইসলাম রাজু , খোকসা উপজেলা জামায়াতের আমীর মোঃ নজরুল ইসলাম, ১৯ কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা বেলা, খোকসা পৌরসভার সাবেক কাউন্সিলর হাসেম আলী, সাবেক কাউন্সিলর ইমরান হোসাইন, মাহাবুবুর রহমান সোহান প্রমুখ।
আরও পড়ুন – সমাবেশ করলো জামায়াত আর মাঠ পরিস্কার করল ছাত্রদল
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাবাল-ই-নূর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফ হোসেন।