খোকসায় জুয়াড়ি স্কুলশিক্ষকসহ ৭ জন আটক

0
210
আটককৃত জুয়াড়িরা

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জুয়াখেলার সময় দুই শিক্ষকসহ পাঁচ জন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের গণেশপুর বাজার থেকে ইয়াকুব আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান (৫৮) এবং সহকারি শিক্ষক আবু নাসের হাসান জাহিদ (৫২) নামের দুই শিক্ষক এবং আজইল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সাইদুল ইসলাম (৪৫), মাহবুবুর রহমান (৪৬), গনেশপুর গ্রামের রহিম সাহ (৬০), সুমন (৩৫) ও আমান বক্সের ছেলে হাশিম রেজা (২২) কে জুয়াখেলা অবস্থায় আটক করেছে পুলিশ।

আরও দেখুন- কেমন কাটবে এবারের ঈদ ?
আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ইদ্রিস আলী জানান, এদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং -৪, তারিখ ০৭/০৮/২০২০ ইং। শুক্রবার সকাল দশটায় আটককৃত জুয়াড়িদের কে কুষ্টিয়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।