খোকসায় জেলহত্যা দিবস পালিত

0
138
MPJOR-Droho03-11-20-p4
এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ

স্টাফ রিপোর্টার

খোকসা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার বিকালে খোকসা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে জাতীয় চার নেতার স্মরণে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ৮৭ কুষ্টিয়া ৪ খোকসা-কুমারখালী আসনের সংসদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কমান্ডার ফজলুল হক, আল মাছুম মোরশেদ শান্ত, মুজাহিদুল ইসলাম, হাসানু জ্জামান, সাকিব খান টিপু, সাহেব আলী, বাপ্পী বিশ্বাস রাজু, আব্দুল মালেক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার।

সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয়। জেলহত্যা দিবসে জাতীয় চার নেতার স্মরণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।