খোকসায় ডাম্ব ট্রাক চাপায় তিন স্কুল ছাত্রসহ ৪ জন আহত

0
90

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসায় ডাম্ব ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে তিন স্কুল ছাত্র ও পৃথক দুর্ঘটনায় এক ভ্যান চালক গুরুত্বর আহত হয়েছেন।

বুধবার সকালে খোকসা বাস স্ট্যান্ডে মাটি ভর্তি ডাম্ব ট্রাকের সাথে মোটরসাইকেল আরহী ছাত্রদের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক সপ্তম শ্রেণির তিন ছাত্র গুরুত্ব আহ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়ন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থান্তর করা হয়। ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও জনতা ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে।

ড্রাম ট্রাকের চাপায় আহত ছাত্ররা হলেন, পাইকপারা মির্জাপুর গ্রামের আইনুল মোল্লার ছেলে রাব্বি হোসেন (১৫), জাগলবা গ্রামের কাশেমের ছেলে আশিক হোসেন (১৩) ও একই গ্রামের আব্দুল মমিনের ছেলে শিমুল। তারা সবাই ভিন্ন ভিন্ন স্কুলে সপ্তম শ্রেণির ছাত্র।

আহত স্কুল ছাত্রদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ছাত্ররা সকালে একজন শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে এসেছিল। কিন্তু শিক্ষক আসতে বিলম্ব হওয়ায় তারা অন্যের মোটরসাইকেল নিয়ে ঘুড়তে বেড়িয়ে দুর্ঘটনার শিকার হয়।

এ দিন সকাল ৯ টার দিকে একই সড়কের ফুলতলা মোড়ের কাছে একটি পাখি ভ্যানকে পেছন থেকে একটি পিকাপ ( ছোট ট্রাক) চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভ্যানচালক আয়ান (৫০) গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাকেও উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। সে কুমারখালী উপজেলার পুরাতন চোড়াইকোল গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

ঘটনা স্থলে উপস্থিত কুষ্টিয়া হাইওয়ে একজন এসআই জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল এবং ঘাতক ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার মূল কারণ সম্পর্কে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। অপর ঘাতক পিকাপ পালিয়ে গেছে।

আরও পড়ুন – দৌলতপুর সীমান্তে মাদকসহ নারী আটক 

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, ছাত্রদের উপর চাপিয়ে দেওয়া ডাম্ব ট্রকটি থানা পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। তবে চালক পালিয়ে গেছে।